
যারা ২০২২ সাল আর ১৯৭৫ সালকে এক মনে করে তারা বোকার স্বগে বাস করছে; উত্তর জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলোত্তর প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন এম এ সালাম,
———————————————————————-
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ঈর্ষণীয় নেতৃত্বে বাংলাদেশ যখন রোল মডেল তখন স্বাধীনতার পরাজিত শক্তি আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তারা চায় শেখ হাসিনাকে হত্যা করে এদেশকে আবার পাকিস্তানী ভাবধারায় পরিচালিত করতে,তিনি হুসিয়ারী উচ্চারণ করে বলেন যারা ২০২২ সাল আর ১৯৭৫ সালকে এক মনে করছে তারা বোকার স্বর্গে বাস করছে।
জননেত্রী শেখ হাসিনার প্রাণনাশের হুমকির প্রতিবাদে শনিবার (৪ জুন) বিকেলে দোস্ত বিল্ডিং চত্বরে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিলোত্তর প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মো আতাউর রহমান বলেন, যে কোন অশুভ তৎপরতা আওয়ামী লীগ রাজপথে মোকাবিলা করবে।
যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত ও জসিম উদ্দিন শাহর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি মো আবুল কালাম আজাদ, জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন সাবেরী, প্রচার সম্পাদক প্রদীপ চক্রবত্তী,দপ্তর সম্পাদক মো নুর খান, যুব ও ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দিন তালুকদার,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা মো সেলিম, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক ইঞ্জিনিয়ার মেজবাহ উল আলম লাভলু, বন ও পরিবেশ সম্পাদক আবু তালেব, উপ দপ্তর সম্পাদক আসম ইয়াছিন মাহমুদ,কার্যনিবাহী সদস্য দিদারুল আলম বাবুল,
সরোয়ার হাসান জামিল,মো সেলিম উদ্দিন,মহিউদ্দিন
আহমেদ মঞ্জু,গোলাম রব্বানী, ফোরকান উদ্দিন
আহমেদ, সাহেদ সরোয়ার শামীম,বখতেয়ার সাঈদ
ইরান,হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব, মনজুর মোর্শেদ
ফিরোজ,জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী
দিলোয়ারা ইউসুফ,সাধারণ সম্পাদিকা এড বাসন্তী
প্রভা পালিত, এড উম্মে হাবিবা,মৎস্যজীবী লীগের
হারুন অর রশীদ,যুব মহিলা লীগের এড জুবাইদা
সরোয়ার নিপা,জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর
হোসেন তপু,সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ,
সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল স্টেশন
রোড নিউ মাকেট হয়ে পুণরায়ঃ দোস্ত বিল্ডিং চত্বরে
এসে শেষ হয়।