
রোমান মৃধা রুবেল বাংলাদেশ প্রতিনিধি প্রতিবেদক:- প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ
যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর ২০২৩) প্রধানমন্ত্রীর আবাসস্থল লোটে নিউইয়র্ক প্যালেসের দ্বিপাক্ষিক বৈঠক কক্ষে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি সৌজন্য সাক্ষাত করেন। এসময় বঙ্গবন্ধুর নাতনি, ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) থিম্যাটিক অ্যাম্বাসেডর এবং অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ পুতুল উপস্থিত ছিলেন।
