স্টাফ রিপোর্টার//

বরিশালের বানারীপাড়ায় এবার অভিযোগ উঠেছে সদ্য ঘোষিত দুইটি ইউনিয়ন যুবদলের কমিটির বিরুদ্ধে।বিক্ষোভ আর ঝাড়ু মিছিলের মাধ্যমে পদ প্রত্যাশি বঞ্চিতরা জানায় যোগ্য ও দীর্ঘদিন দলের সাথে যুক্তরা হয়েছে পদ বঞ্চিত। ২৪শে আগস্ট ২০২৩ উপজেলা যুবদলে আহ্বায়ক ছাব্বির আহম্মেদ সুমন হাওলাদার ও সদস্য সচিব মিজানুর রহমান ফকিরের স্বাক্ষরিত বাইশারী ও চাখার ইউনিয়ন যুবদলের কমিটি প্রদান করে। গত বৃহস্পতি চাখার ইউনিয়নে মিজানুর রহমান আহ্বায়ক ও মজিবুল হককে সদস্য সচিব করে সদ্য কমিটি প্রকাশিত হওয়ার পরক্ষণে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে একই দলের দুই গ্রুপের বাকবিতন্ডা হয়।একপর্যায়ে পদ বঞ্চিত মধ্যে যুবদল নেতা শাহীনসহ প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মীর উপস্থিতে হাতাহাতি হলে সদ্য আহ্বায়কসহ পদবঞ্চিত কয়েকজন নেতাকর্মী আহত হয়। এই বিষয়ে জানতে চাইলে পদ বঞ্চিত চাখারের শাহীন শিকদার বলে,আমার পরিবার বিএনপির জন্মলগ্ন থেকে স্থানীয় রাজনীতির সাথে সংযুক্ত এবং আমার বাবা মুনসুর আলী মেম্বার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বারবার ইউপি সদস্য নির্বাচিত হয়ে একনাগারের সাধারণ মানুষের সেবায় কাজ করে গেছেন।এছাড়া আমি বিএনপির ছাত্রদল পরবর্তীতে প্রবাসে সৌদি আরবের রিয়াদ মহানগর যুবদলের প্রচার সম্পাদক ছিলাম।প্রবাসে থাকা অবস্থায় বানারীপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রচার প্রচারণা সকল দলীয় কার্যক্রমে সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা করেছি।দেশ ও দলের টানে বেশি দিন প্রবাসে থাকা হলো না।ছুটে এসে আবার সক্রিয় হই স্থানীয় বিএনপির রাজনীতির সাথে কিন্তু তৎকালীন চাখার যুবদলের অবস্থা প্রায় শোচনীয়।তাই আমি দলকে গড়ার প্রত্যয়ে যুবদলকে শক্তিশালী সংগঠন করতে লাগাতার চেষ্টা করছি তখন উপজেলা যুবদলের সদস্য সচিব মিজান ফকিরের উপস্থিতিতে যুবদল নেতারা কোরআন শরিফ স্বাক্ষী রেখে আমাকে চাখার ইউনিয়ন যুবদলের সভাপতি করার আশ্বাস দেয়।কিন্তু পরবর্তীতে অর্থের বিনিময়ে ত্যাগী নেতাদের বাদ দিয়ে সুবিধাবাদী চাটুকারদের দ্বারা কমিটি গঠন করা হয়।গত বৃহস্পতিবার আমার আপন ছোট ভাইয়ের স্ত্রীর মৃত্যুতে শোকাহত হয়ে তার বাড়িতে রওনা হই,তৎক্ষনাৎ নব ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক কবির সরদারের দোকানে বসে সদ্য কমিটির আহ্বায়ক মিজানুর রহমান আমাকে টিটকিরি করে কথা বললে আমি তার জবাব দিলে কথা কাটাকাটি থেকে মারমুখী অবস্থা তৈরী হয়।

সদ্য কমিটির সদস্য সচিব মজিবুল হকের সাথে মুঠোফোনে কথা বললে, মজিবুল অস্বীকার করে জানান ঘটনাটি কোনো রাজনৈতিক প্রতিহিংসা ছিলো না বরং এটি পারিবারিক ও আর্থিক লেনদেনে দ্বন্দ্ব।

এদিকে একই দিনে উপজেলায় অবস্থিত সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ে পাঁচ ইউনিয়নের প্রাণকেন্দ্র বাইশারী ইউনিয়নে যুবদলের কমিটি অনুমোদন করা হয়।২৫ আগস্ট শুক্রবার বিকেলে সদ্য কমিটিতে স্থান না পাওয়া পদ বঞ্চিতরা উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে এলাকায় জুতা ও ঝাড়ু মিছিল করে।বিক্ষুব্ধ মিছিলটি বাইশারী বাজারের গুরুত্বপূর্ণ সড়কে সাবেক ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আহাদ (মিজান রাঢ়ী)’র নেতৃত্ব শতাধিক পদ বঞ্চিত নেতাকর্মীদের উপস্থিতিতে স্লোগানে স্লোগানে এলাকার হাট-বাজার প্রদক্ষিণ করে।

যুবদল নেতা মিজান রাঢ়ী জানায়, আমি বিএনপির ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য, যুবদলের সাবেক সদস্য, সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলাম।আমি দলের জন্য বারবার কারাবরণ করেছি কিন্তু দলের উচ্চপদস্থ নেতারা আজ তার মূল্য দিলো না।

কেন্দ্রীয় যুবদলের কাছে বিভিন্ন অভিযোগের উপর দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ জানিয়েছে তৃনমূল যুবদলের পদ বঞ্চিত নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!