এসএসসি পরীক্ষার ফলাফলে রংপুর বিভাগে পাশের হার কমেছে। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৭৬ হাজার ৮৪৬ জন। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৪১ হাজার ৬৮২ জন। যা শতকরা ৮১ দশমিক ১৬ ভাগ। গত বছর এসএসসি পরীক্ষায় ১ লাখ ৯৬ হাজার ২২৩ জন অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছিল ১ লাখ ৮৩ হাজার ৩৬২ জন। যা শতকরা ৯৪ দশমিক ৮০ ভাগ। সেই হিসেবে পাশের হার কমেছে ১৩ দশমিক ৬৪ শতাংশ।

সোমবার (২৮ নভেম্বর) বিকালে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানা যায়।

ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এবার এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ২৫ হাজার ৫৮৬ জন। এর মধ্যে ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ৩৬৮ জন এবং ছাত্র জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ২১৮ জন। শতভাগ পাশকৃত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৮৭টি, শূন্য পাশের হার ৫টি।

এছাড়া জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে দিনাজপুর জেলা। এই জেলায় জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৮৭২ জন। এর পরেই রয়েছে রংপুর। এখানে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৮২৭ জন। এছাড়া গাইবান্ধায় ৪ হাজার ৪৯ জন, নীলফামারীতে ২ হাজার ৭৯৬ জন, কুড়িগ্রামে ২ হাজার ২০৩ জন, লালমনিরহাটে ১ হাজার ৯৯ জন, ঠাকুরগাওয়ে ২ হাজার ৫১৩ জন এবং পঞ্চগড়ে ১ হাজার ২২৭ জন জিপিএ-৫ পেয়েছে।

রংপুরের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভাল ফলাফল অর্জন

রংপুরের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এসএসসি পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করেছে। দুপুরে ফল ঘোষণার পর পরীক্ষার্থী ও অভিভাবকরা উচ্ছসিত হয়ে পড়ে। তবে অনলাইনে রেজাল্ট পাওয়ায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষার্থীদের তেমন উপস্থিতি ছিল না।

শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা যায়, রংপুর ক্যাডেট কলেজে এবার ৪৮ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে সবাই জিপিএ ৫ পেয়েছে। ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজে ৪৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছে ৪৬০ জন। রংপুর জিলা স্কুলে ২৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২০১ জন। রংপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫৫ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৯৩ জন। রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ৩৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭৪ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৬৪ জন।

রংপুর ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ ফরহাদুজ্জামান সরকার বলেন, প্রতিষ্ঠানের কর্তব্যরত শিক্ষকদের বাস্তবধর্মী নিয়মিত শিক্ষাদান, শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলন, ভালো ফলাফল করার দৃঢ় প্রচেষ্টা, অভিভাবকদের সাহায্য সহযোগিতায় ভাল ফলাফল অর্জনে মূখ্য ভূমিকা রেখেছে। এছাড়াও প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের দক্ষ ও কার্যকরী সার্বিক দিক নির্দেশনা আমাদের সাফল্যকে ধরে রাখার ব্যাপারে কার্যকরী ভূমিকা রেখেছে। এসএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সবাই সন্তুষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *