received 845510043782921

তরিকুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

বুধবার (১নভেম্বর) রংপুরের পীরগাছায় বিট্রিশ বিরোধী আন্দোলনের নেত্রী দেবী চৌধুরাণী স্মরণে ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত হয়েছে।
পীরগাছা ও মিঠাপুকুর উপজেলার সীমানায় ঘাঘট নদীর ফতেপুর ঘাটে নৌকা বাইচ খেলা উপলক্ষে এক মিলন মেলায় পরিনত হয়। দুই উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি।

পীরগাছা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দেবী চৌধুরানী বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মোঃ শাহেদ ফারুক এর আয়োজনে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন সরকার, পীরগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি তছলিম উদ্দিন, রংপুর জেলা আওয়ামীলীগের সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মনোয়ারুল ইসলাম মাসুদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মজনু মিয়া, যুবলীগ নেতা আবু তারেক পাভেল, সুলতান মাহমুদ ডায়েল, খেলা পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফিরোজ হোসেন মিয়া, সদস্য শাহিদুল ইসলাম আকন্দ, মিজানুর রহমানসহ দুই উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ ও স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

খেলাটি পরিচালনার দায়িত্বে ছিলেন আওয়ামীলীগ নেতা লিয়াকত আলী লেবু। খেলায় ৮টি দল অংশ গ্রহন করে। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার হিসেবে মোটর সাইকেল, ফ্রিজ, টিভি তুলে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *