
তরিকুল ইসলাম, সিনিয়র স্টাফ
রিপোর্টারঃ
“স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” শ্লোগানকে ধারণ করে আলোচনা সভা, সনদপত্র ও ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে রংপুরে জাতীয় যুব দিবস আজ পালন করা হয়।
জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর রংপুরের আয়োজনে জেলা প্রশাসকের হলরুমে জাতীয় যুব দিবস-২০২৩ পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত রেঞ্জ ডিআইজি এসএম রশিদুল হক , অতিরিক্ত পুলিশ কমিশনার (মেট্রো) উত্তম কুমার পাল, রংপুর পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী প্রমূখ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক আব্দুল ফারুক। এতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন । অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাহমিনা শিরীন।