রিয়াদ ইসলাম (রংপুর প্রতিনিধি):

দুইদিনের সফরে রংপুরে এসেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। গতকাল রোববার (১৭ সেপ্টেম্বর) রাত আটটায় বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুর হয়ে রংপুরে পৌঁছান তিনি। 

রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দুইদিন তিনি রংপুরে থাকবেন। 

রংপুর পুলিশ অফিসার্স মেসে আইজিপিকে ফুলদিয়ে স্বাগত জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ, রংপুর রেঞ্জ পুলিশ ও জেলা পুলিশ। পরে রংপুর মেট্রোপলিটন পুলিশের একটি সুসজ্জিত বাদক দল ব্যান্ড সালামি ও মেস নাইট প্রদর্শন করেন। এরপর সেখানে  আইজিপি নৈশভোজে অংশগ্রহণ করেন। 

নৈশভোজ শেষে আইজিপি রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটেন।  সম্প্রতি আইজিপি সিনিয়র সচিব পদমর্যাদা পাওয়ায় রংপুর বিভাগের সকল পুলিশ সদস্যদের পক্ষ থেকে আরো একটি কেক কাটা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জ ডিআইজি আবদুল বাতেন বিপিএম, পিপিএম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার, রংপুর পুলিশ ট্রেনিং সেন্টার এর কমান্ড্যান্ট (ডিআইজি) বাসুদেব বনিক, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ রংপুর বিভাগের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এদিকে আজ ১৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম।

দুপুরে জেলা পুলিশের হলরুমে আইজিপি রংপুর রেঞ্জ পুলিশ ও মেট্রোপলিটন পুলিশের সকল পর্যায়ের সদস্যদের সাথে কল্যাণ সভায় উপস্থিত থেকে পুলিশ সদস্যদের মতামত শুনবেন। পরে শিল্পকলা একাডেমি হলরুমে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। 

অন্যদিকে বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম এর রংপুর সফর উপলক্ষে নগরীতে সাজসাজ রব অবস্থা। বড় বড় ফেস্টুন ব্যানার আর ছোট ছোট তোরণ নির্মাণ করা হয়েছে। বিশেষ করে অনুষ্ঠানস্থলগুলো করা হয়েছে আলোকসজ্জা। রংপুর রেঞ্জ পুলিশ ও মেট্রোপলিটন পুলিশের সকল পর্যায়ের সদস্যদের মাঝে বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের আগমন উপলক্ষে বেশ উৎফুল্লতা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!