
মোঃ আবু তালেব, রংপুর ব্যুরো প্রধান:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণলায়ের বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন(বিসিক) এর রংপুর জেলা কার্যালয়ে ৫ দিন ব্যাপি শিল্প উদ্যােক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত।
উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব AWM রায়হান শাহ্ এডিসি সার্বিক, এবং সভাপতিত্ব করেন জনাব মোঃ শামীম হোসেন, উপমহাব্যবস্হাপক(ভা:) রংপুর বিসিক জেলা কার্যালয়।
আরও উপস্থিত ছিলেন মো: মেরাজ ইসলাম, মোঃআশিক আব্দুল্লাহ খান, আব্দুল আজিজ, মোঃ আফ্ফান হোসাইন আজমীর, রাজিয়া সুলতানা রজনী, সেলিম রেজা, তানজিলা, কাজল, মেহের নিগার, মো কামরুল হাসান, জমির উদ্দিন, মিলন রায়, শাকিল মাহমুদ, সুমন মিয়া, এস এম ইতি, মোতমাইনা, মাসুমা আক্তার, কারুন্নাহার কেয়া, শরিফুল ইসলাম, মাসুদার রহমান, দোলন নাহার, জয় রায়, কুরছি সহ প্রমুখ।