
তরিকুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
মঙ্গলবার( ৩১ অক্টোবর) রংপুরে মা ও নবজাতকের স্বাস্থ্য সেবায় স্থানীয় সরকারের ভূমিকা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মোবাশ্বের হাসান।
মা এবং নবজাতকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সকলকে দায়িত্ব পালনের আহবান জানান তিনি।
সেই সাথে তিনি জেলার প্রতিটি ইউনিয়নে শতভাগ নরমাল ডেলিভেরি নিশ্চিত করা এবং এম্বুলেন্স সার্ভিস চালুর প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা বিভাগ রংপুর উপ-পরিচালক জনাব শেখ সাইদুল ইসলাম মুল প্রবন্ধ উপস্থাপনা করেন।
এতে স্থানীয় সরকারের উপ-পরিচালক জিলুফা সুলতানার সভাপতিত্বে এসময় সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী বক্তব্য রাখেন ৷ আরডিআরএস বাংলাদেশ, সেভ দ্যা চিলড্রেন এর প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ইউনিয়ন মিডওয়াইফ সহ ১৮০ জন অংশ নেন।