বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবং রবি সাংস্কৃতিক কেন্দ্রের তত্বাবধানে শুক্রবার (১১আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-১ এর লেকচার থিয়েটারে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ে ৫০ নম্বরের ১ ঘন্টার লিখিত এবং বহুনির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থী মোঃ শরিফুল ইসলাম জানান, প্রথমবারের মতো কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছি। নতুন অভিজ্ঞতা হয়েছে। ভালও লেগেছে। এধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের জন্য চাকরি ক্ষেত্রে সুফল বয়ে আনবে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম বলেন, প্রতিযোগীতাটির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ, বাঙালী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীকার আন্দোলন ও আন্দোলন পরবর্তী সরকার গঠন, দেশ গঠন, ক্ষুধা, দারিদ্র্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণ ও ‘৭৫ এর নির্মম ঘটনা সম্পর্কে জানার আগ্রহ তৈরি হবে। এছাড়াও শিক্ষার্থীরা দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার প্রেরণা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রবি সাংস্কৃতিক কেন্দের উপদেস্টা ও বাংলা বিভাগের শিক্ষক খায়রুন নিসা ঝিলিক বলেন, রবি সাংস্কৃতিক কেন্দ্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিক ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা বাংলাদেশ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আরও জানবে, আরও অনেক ঋদ্ধ হবে বলে আমি প্রত্যাশা রাখি৷ ভবিষ্যতেও রবি সাংস্কৃতিক কেন্দ্র শিক্ষার্থীদের জন্য এই ধরনের আয়োজন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!