রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বরিশাল বিভাগের অধ্যায়নরত সকল শিক্ষার্থীদের সংগঠন চন্দ্রদ্বীপের নতুন কমিটি প্রকাশিত হয়েছে।

চন্দ্রদ্বীপের সভাপতি হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের মোঃ আমিনুল ইসলাম নাঈম ও সাধারণ সম্পাদক হিসেবে ম্যানেজমেন্ট বিভাগের মোঃ রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। বুধবার (৪ অক্টোবর) সংগঠনটির সাবেক সভাপতি অনিক দাস এবং সাবেক সাধারণ সম্পাদক অজিত হালদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংগঠনটির অন্যান্য দায়িত্ব প্রাপ্ত সদস্যরা হলেন, কোষাধ্যক্ষ অর্থনীতি বিভাগের ইতি রায়, প্রচার সম্পাদক ম্যানেজমেন্ট বিভাগের মোঃ মিজানুর রহমান দায়িত্ব পেয়েছেন।এছাড়া কার্যনির্বাহী সদস্য সপ্তর্ষি অথৈ(সংগীত বিভাগ),অন্তরা রায় ঝিনুক(সংগীত বিভাগ),হাবিবা আক্তার কামনা(বাংলা বিভাগ)।সাধারণ সদস্য: ধনঞ্জয় হালদার(বাংলা বিভাগ),হাবিবা আক্তার(সমাজবিজ্ঞান),এলমা জাহান(বাংলা),সুজন হাওলাদার(বাংলা),পল্লবী চক্রবর্তী(সংগীত),শর্মিষ্ঠা বাড়ৈ(বাংলা),রিদয় কর্মকার(সমাজবিজ্ঞান),শফিক(বাংলা),ইমতিয়াজ (সমাজবিজ্ঞান),হুমায়রা আনান(সমাজবিজ্ঞান),শিল্পী মল্লিক (বাংলা),জয় কর্মকার(ম্যানেজমেন্ট)।

চন্দ্র দ্বীপের সভাপতি আমিনুল ইসলাম নাইম বলে, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়স্থ চন্দ্রদ্বীপ (রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বরিশাল বিভাগীয় শিক্ষার্থীদের সংগঠন) এর সভাপতি হিসেবে আমাকে মনোনীত করায় প্রথমেই আমি সংগঠনের সম্মানিত উপদেষ্টামন্ডলী এবং অন্যান্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এটি আমার জন্য যেমন গৌরবের বিষয় একইসাথে চ্যালেঞ্জেরও বিষয়। এখন আমাদের প্রধান লক্ষ্য হবে সংগঠনটিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো। আমি আশাবাদী ভবিষ্যতে এই সংগঠন বরিশাল বিভাগীয় শিক্ষার্থীদের স্বার্থসংরক্ষণে যথাযথ ভূমিকা রাখতে সক্ষম হবে এবং সদস্যগণ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও আদর্শের প্রতি সম্মান রেখে চন্দ্রদ্বীপ এর সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখবে।

সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বলেন- বিশ্ববিদ্যালয় উন্মুক্ত জ্ঞানচর্চার জায়গা। সামাজিক সংগঠনগুলো সেই জ্ঞানচর্চাকে আরো বেশি প্রভাবিত করে। এই সংগঠনটি শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকান্ডকে বিকশিত, আন্তনির্ভরশীলতা এবং সময়োপযোগী হিসেবে গড়ে তুলতে কাজ করবে। পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক এবং জাতীয় উন্নয়নে অবদান রেখে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যায় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *