রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

সড়কপথে প্রথমবারের মতো পদ্মা সেতু পার হয়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জেয়ারত করলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি নেতৃত্বাধীন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। সংগে ছিলেন সরকারি-বেসরকারি কমকতা, বিভিন্ন শ্রেনীপেশার মানুষ ও সাংবাদিকরা। ২জুলাই শনিবার বিকেলে এমপি তার সফরসঙ্গীদের নিয়ে মাজার জেয়ারত এবং পুস্পস্তবক দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি বলেন বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ উপহার দিয়ে গেছেন। তারই সুযোগ‍্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশকে সমৃদ্ধ দেশে পরিণত করেছেন। তারই অংশ হিসেবে দেশের সার্বিক উন্নয়ন সহ পদ্মা সেতু এখন দৃশ‍্যমান। এর আগে সকাল ৬টায় কমপক্ষে ৫ শতাধিক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী ছাড়াও সরকারি, বেসরকারি বিভিন্ন পেশাশ্রেণীর সফরসঙ্গী নিয়ে রওনা হন তিনি। স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে বহরটি বিকেলে টুঙ্গিপাড়ায় পৌছে। এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দীন পারভেজ, উপজেলা আ.লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, আঞ্চলিক কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি স্বপন দাশগুপ্ত, কামরুল ইসলাম বাহাদুর, ইরফান আহমেদ চৌধুরী, ২য় প্যানেল মেয়র এডভোকেট সমীর দাশগুপ্ত, শ্যামল পালিত, কাজী মো. ইকবাল, জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, আলমগীর আলী, আবদুর রহমান চৌধুরী, আব্বাস উদ্দীন আহমেদ, বিএম জসিম উদ্দীন হিরু, লায়ন সাহাবুদ্দিন আরিফ,নিজাম উদ্দীন আহমেদ চৌধুরী, রোকন উদ্দীন,
বাবুল মিয়া, শফিকুল ইসলাম, প্রিয়তোষ চৌধুরী, সৈয়দ আবদুল জব্বার সোহেল, নুরুল আবছার বাসি, রবীন্দ্র লাল চৌধুরী, সুমন দে, তসলিম উদ্দীন, মুছা আলম খান চৌধুরী, আবদুল লতিফ, অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, আবু সৈয়দ আলমগীর, দৈনিক পূর্বকোণের সাংবাদিক জাহেদুল আলম, দৈনিক পূর্বদেশের তৈয়ব চৌধুরী, সিপ্লাসের গাজী জয়নাল আবেদীন যুবায়ের প্রমুখ। জানা যায়, বেশ কয়েক বছর আগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর মাজারে রাউজান সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এম.পির উদ্যোগে বিশাল মেজবান দেয়া হয়েছিল। সেই বার ফেরি পার হয়ে টুঙ্গিপাড়ায় যেতে হয়েছিল বিশাল বহরটিকে। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পদ্মা সেতু নির্মিত হওয়ায় সেই সেতুর দৃশ্যে অবলোকন এবার সেই সেতুর উপর দিয়ে বঙ্গবন্ধুর মাজারে যাওয়ার জন্য উদ্যোগ নেয় ফজলে করিম এম.পির নেতৃত্বাধীন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *