
এম,দিদারুল আলমঃ রাউজান প্রতিনিধি
রাউজানের হলদিয়ার আমিরহাটের পাশে হজরত খাজা নিজামুদ্দিন আউলিয়া জামে মসজিদে ১লা মহররম থেকে ১০ই মহররম পর্যন্ত নিয়মিত ১২তম ১০দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল ২০২৩ইং পরিচালনা পর্ষদের আয়োজনে প্রতিদিন বাদে আসর থেকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বিশিষ্ট সংগঠক ও লেখক মাওলানা সৈয়্যদ মুহাম্মদ আলী আকবর তৈয়্যবীর সভাপতিত্বে অনুষ্টিত হয়।
এতে ১ম দিবসে উদ্ধোধন করেন গাউসিয়া কমিটির হলদিয়া ইউনিয়ন শাখার সাবেক সভাপতিও গর্জনীয়া ফাজিল ডিগ্রী মাদরাসার সাবেক উপাধ্যক্ষ আল্লামা কাজি মুহাম্মদ সাঈদুল আলম খাকী মঃজিঃআঃ।
প্রধান অতিথি হিসেবে যারা উপস্হিত ছিলেন ,বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর আলহাজ মোহাম্মদ ইসমাইল তালুকদার , রাউজান উপজেলা আওয়ামী লীগ নেতা বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আলহাজ্ব এস এম বাবর সাহেব, ও বিশিষ্ট রাজনীতিবিদ ও আওয়ামী লীগ নেতা জনাব আলহাজ মোহাম্মদ মাহবুবুল আলম সাহেব, রাউজান সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ মোহাম্মদ নুরুল আমিন , রাউজান উপজেলা আওয়ামী কৃষকলীগের সাধারণ সম্পাদক তরুন সমাজ সেবক জনাব মোহাম্মদ জিয়াউল হক চৌধুরী সুমন, রাউজান ভুমি অফিস কর্মকর্তা সমাজ সেবক এস এম লিটন, হজরত আব্দুল কাদের জিলানী কল্যান ট্রাস্টের সহসভাপতি সমাজ সেবক মোহাম্মদ জামাল উদ্দিন কোম্পানী, আন্জুমানে খোদ্দামুল মুসলেমীন আরব আমিরাত শাখার সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী, মোহাম্মদ মাহবুবুল আলম সাহেব,মোহাম্মদ জসিম উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে অন্যান্য দিবসে ধারাবাহিক উপস্হিত ছিলেন ,উপাধ্যক্ষ আল্লামা মুফতী মুহাম্মদ জসিম উদ্দিন আবেদী,আল্লামা মুহাম্মদ নঈমুল হক নঈমী, উপাধ্যক্ষ আল্লামা মুহাম্মদ শামসুল আলম নঈমী, সুপার আল্লামা মুহাম্মদ সরোয়ার আলম আল কাদেরী,সুপার আল্লামা মুহাম্মদ ওমর ফারুক আজমী, আল্লামা মুহাম্মদ আবুল বশর মাইজভান্ডারী, আল্লামা মুহাম্মদ আব্দুল মতিন আল কাদেরী, মাওলানা মুহাম্মদ সরোয়ার উদ্দিন কাদেরী, আল্লামা মুহাম্মদ কুতুব উদ্দিন রেজবী, আল্লামা মুহাম্মদ জাফর আলম নুরী, আল্লামা মুহাম্মদ রাশেদুল করিম আল কাদেরী, আল্লামা মুহাম্মদ বাহাউদ্দিন ওমর আল কাদেরী, আল্লামা নাসির উদ্দিন কাদেরী,, আল্লামা মুহাম্মদ নেজাম উদ্দিন তৈয়বী, আল্লামা মুহাম্মদ ইউসুফ তৈয়বী, ,
পরিচালনা কমিটির মহাসচিব মাওলানা মুহাম্মদ জিলহাজ উদ্দিন আত্তারীর পরিচালনায় ১০দিনের মাহফিলে অন্যান্য দের মধ্যে উপস্হিত ছিলেন, মাওলানা এস এম জিয়াউল্লাহ, মাওলানা মুহাম্মদ সাদেক রেজা হোসাইনী ,মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন আল কাদেরী, মাওলানা মুহাম্মদ কপিল উদ্দিন, মাওলানা মুহাম্মদ মোজাম্মেল হোসেন কাদেরী, আলহাজ মাওলানা মুহাম্মদ সোলাইমান চৌধুরী মাইজভান্ডারী মাওলানা মুহাম্মদ জুনায়েদ কাদেরী,মাওলানা তাজ মোহাম্মদ রেজভী,, ,আলহাজ মোহাম্মদ ফরিদ মিয়া চৌধুরী, ,মাষ্টার মুহাম্মদ ফরিদুল আলম, , এস এম আহমদ উল্লাহ, মাওলানা মুহাম্মদ রাশেদ রেজা কাদেরী, মাওলানা মুহাম্মদ ইমরান,হাফেজ মোহাম্মদ আবু খালেদ সাঈমন, মাওলানা মুহাম্মদ নঈমুল হক ,মাওলানা মোহাম্মদ নুরুল আলম আজমীর, শাযের হাফেজ মুহাম্মদ মিনহাজ উদ্দিন,শায়ের মোহাম্মদ বোরহান উদ্দিন, হাফেজ মোহাম্মদ হেলাল উদ্দিন কাদেরী, মাওলানা মুহাম্মদ শাকের উল্লাহ, হাজি মোহাম্মদ আনোয়ার উল্লাহ, আব্দুর রহমান সোহাগ সৈয়্যদ মুহাম্মদ মঈন রেজা হাসনাইন, এস এম মেহরাজ শরীফ প্রমুখ, মাহফিলে বক্তারা বলেন মানব জাতির সব কিছুরই মুল হলো ঈমান, যার ঈমান থাকবে তার সব আমল ও ইবাদত বন্দেগী কাজে আসবে একদিন, আর যার ঈমান ঠিক নেই তার কোন কিছুই কাজে আসবেনা।তাই কারবালার ময়দানে ইমামে আলী মক্বাম শাহেন শাহে কারবালা হজরত ইমাম হুসাইন রাঃ স্বপরিবারে বেঈমান ও মোনাফিকদের সাথে মোকাবেলা করে শাহাদাত বরন করেন ।
কারবালার ময়দানে জালিম এজিদ বাহিনীর অন্যায় অবিচার জের জুলুম কে ধ্বংস করতে ইমামে আলী মক্বাম হজরত হুসাইন রাঃ জিহাদ করে গেছেন তারপরেও অন্যায় কে সমর্থন করেন নাই।প্রিয় নবীজি হজরত রাসুলে পাক দঃ ও আহলে বায়তে রাসুল দঃ এর ভালবাসার মধ্যে পরিপুর্ন ঈমান ইসলামের মুল নীতি বিদ্যমান।নামাজ কালাম হজ্ব ও রোজা দান সদকা এগুলো হলো আমল, আমলের চেয়ে কোটিগুন বেশী প্রয়োজন ও দামী ঈমান, তাই ঈমান কে মজবুত ও দৃঢ় করতে ইশকে মুস্তাফা দঃ ও হুব্বে মুস্তফা দঃ থাকা নিত্নান্তই জরুরী, আহলে বায়তের ভাল বাসাতে রয়েছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম উসিলা।তাই আহলে বায়তে রাসুল দঃ এর আদর্শ কে বুকে ধারন করে সত্যিকারের একেকজন মুসলমান নর-নারির মুক্তির জন্য শাহাদাতে কারবালার স্মরন একান্তই অপরিহার্য।
বক্তারা আরো বলেন কারবালার যুদ্ধে হক বাতিলের পরিচয়ে ও সত্য মিথ্যার পার্থক্ষ্য নির্নয়ে হজরত ইমাম হুসাইন রাঃ সহ পবিত্র আহলে বায়তে রাসুল দঃ গনের শাহাদাত বরন ছিল এক ঐতিহাসিক হ্নদয বিদারক ও মর্মান্তিক ট্রেজাডি। নিয়মিতর মিলাদ কিয়াম সালাতু সালামী পেশ পুর্বক মোনাজাতের পর তাবরুক বিতরন করা হয়,