
রাউজান উপজেলা প্রতিনিধি
চট্টগ্রামে রাউজান উপজেলাস্থ হলদিয়ায় মাখদুমে মিল্লাত শেখে শরিয়ত হযরত শাহ ছুফি সৈয়দ আল্লামা নজির আহমদ শাহ (রাহঃ) বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়। গত ৩ ফেব্রুয়ারী (শুক্রবার) সকাল থেকে কার্যক্রমের ধারাবাহিকতায় হলদিয়া হযরত নজির আহমদ শাহ (রাহঃ) সমাজ কল্যাণ পরিষদের ব্যাবস্থাপনায় হুজুরের বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আজিমুশশান নুরানি মাহফিল মৌলানা মঞ্জিলে পবিত্র খতমে কুরআনের মাধ্যমে শুরু হয়। মাহফিলে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাত রাউজান উত্তরের সাধারণ সম্পাদক শাহজাদা সৈয়দ হযরতুলহাজ্ব আল্লামা ইদরিছ আনসারি ( মাঃ জিঃ আঃ), রাউজান প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মাওলানা এম দিদারুল আলম আলকাদেরীর সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন খিরাম নুরুল উলুম আহম্মাদী রেজভীয়া দাখিল মাদরাসার সুপার আল্লামা ইলিয়াস খাঁন আলকাদেরী, এতে প্রধান বক্তা ছিলেন সুয়াবিল গাউছিয়া আহম্মাদীয়া তাহেরিয়া দাখিল মাদরাসার সুপার আল্লামা নুরুল আবচার রিজভী (মাঃজিঃআঃ), বিশেষ বক্তা ছিলেন বিশিষ্ট সংগঠক গর্জনীয়া রহমানিয়া ফাজিল মাদরাসার আরবী শিক্ষক আল্লামা জাফর আলম নুরী, মাহফিলে উদ্ভোধনী বক্তব্য রাখেন হলদিয়া নজিরীয়া বাইতুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আবুল বশর, এর আগে আল্লামা সৈয়দ নজির আহমদ শাহ (রাহঃ) মাজারে পুস্প স্তবক অর্পণ ও জিয়ারত করেন শাহজাদা সৈয়দ মাওলানা মুহাম্মদ ইদরিস আনসারি,শাহজাদা সৈয়দ মুহাম্মদ ইউনুস, শাহজাদা সৈয়দ মুহাম্মদ শোয়েব উদ্দিন, শাহজাদা সৈয়দ মুহাম্মদ মোসলেহ উদ্দীন কাউছার, শাহজাদা মাওলানা সৈয়দ মুহাম্মদ ওবাইদুল্লাহ, মাহফিলে পবিত্র খতমে খাজেগান আদায়ের পর, শরীফ মিলাদ কিয়াম পর শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ ওবাইদুল্লাহ। মাহফিলে সভাপতির বক্তব্যে আল্লামা ইদরিছ আনসারি বলেন- আল্লাহর দরবারে যাবতীয় ইবাদত করার আগে আওলিয়া কিরাম গণের ছোহবত অর্জন করা অপরিহার্য, নয়ত কুফুরিতে নিমজ্জিত বা ঈমান হারানোর সম্ভাবনা থাকে। পরিশেষে দেশ ও জাতীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার পর, তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।
এই সংবাদটি মোট পড়া হয়েছে 61
অনুগ্রহ পূর্বক পোস্টটি শেয়ার করুন
Like this:
Like Loading...