
এম,দিদারুল আলম রাউজান প্রতিনিধি
রাউজানের যে কোন উন্নয়নমূলক কর্মকান্ডে সাংবাদিকদের ভুমিকা রাখার আহবান জানিয়েছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদার । গতকাল ৩১ মে মঙ্গলবার রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
রাউজান উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি প্রবীন সাংবাদিক সরোয়ার উদ্দিন আহমেদ।
রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়েরের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, সাংবাদিক মিলন বড়ুয়া, কমিটির সিনিয়র সহ সভাপতি নাজিম উদ্দিন মিঞাজী, যুগ্ন সাধারণ সম্পাদক এম. দিদারুল আলম, সহ-সাধারণ সম্পাদক জাহানগীর সিরাজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রবি, অর্থ সম্পাদক কে.এম বাহাউদ্দিন, আইন বিষয়ক সম্পাদক একে বাবর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.আনিসুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবদুল্লাহ আল রোমান।
উল্লেখ্য, আব্দুস সামাদ সিকদার গত ৩১ জুন, বুধবার রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।