এম,দিদারুল আলম রাউজান

রাউজান উপজেলার হলদিয়ায় স্বামীর হাতে নির্মম ভাবে স্ত্রী খুন, হলদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জানিপাথর এলাকায় এ ঘটনা ঘটে, স্থানীয় ছাত্রলীগ নেতা জাবেদ যানান ঐদিন দুপুর ১ টার সময় নিহতের শাশুড়ী আমাকে যানান তার পুত্র বধু মারা গেছে, আমরা সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে গিয়ে দেখে প্রাথমিক ভাবে সন্দেহ হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করি। এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বলেন – ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হই, এ সময় নিহতের স্বামী এনামের মা যানান হঠাৎ ষ্টোক করে মৃত্যু হয়েছে, অপর দিকে মেয়ের পক্ষে হত্যার মৌখিক অভিযোগ করলে প্রাথমিক সন্ধেহ হলে আমি থানা পুলিশকে যানাই। পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত নুসরাত জাহান মণির চাচাতো ভাই নাছির যানান আমাদের নিহতের শাশুড়ী ১ টা ৩০ এর সময় আমার বোন মারা গেছে বলে যানালে এসে দেখি মেরে ফেলা হয়েছে। যানা যায় ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গুরামিয়া মাষ্টার বাড়ীর মুহাম্মদ হাছান ও নুর বানুর মেয়ে নুসরাত জাহান মণিকে(২১ সাথে রাউজান উপজেলা হলদিয়া ইউনিয়নের জানিপাথর পূর্ব টিলার এলাকার সোলাইমান মেম্বার বাড়ির জাবেদ আলী ও জাহানারা বেগমের ছেলে এনাম (৩২)। তারা প্রেমের সম্পর্ক করে বিয়ে করে চার বছর আগে বিয়ে করে। বর্তমান তাদের ঘরে প্রতিবন্ধী এক কন্য সন্তান ও রয়েছে । স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান ও ইউপি সদস্য সহ এলাকা বাসি কিছু নমুনা দেখে ধারণা করেন গৃহবধূ নুসরাত জাহান মণিকে (২১) পরকিয়ার জের ধরে বালিশ চাপা দিয়ে হত্যা করা করা হয়েছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দল্লাহ আল হারুন বলেন, গৃহবধূর নিহতের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় এবং প্রাথমিক ভাবে দেখে হত্যা করা হয়েছে বলে আমাদের ধারণা,তবে নিহতের স্বামী ও ভাবি পালাতক, আমরা লাশ ময়নাতদন্তের জন্য প্রেয়ণ করেছি, তবে এখনো কেউ অভিযোগ করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *