মোহাম্মদ রবিউল হোসেন রবি রাউজান চট্টগ্রাম

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে মৃত্যুবরণকারী রাউজানের প্রবাসী মোহাম্মদ সৈয়দ ও জিয়াউল আবেদীন টিটুর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে রাউজান সমিতি কাতার। রাউজান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রাউজান সমিতি কাতার কতৃক আয়োজিত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এই অর্থ প্রদান করেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। ৭৫ হাজার টাকা করে দুই পরিবারকে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। রাউজান সমিতি কাতারের সহযোগিতায় এবং রাউজান সমিতি কাতারের উপদেষ্টা, উরকিরচর সুজার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ আলী ও কাতার আল মাহান্নাদী গ্রুপের চেয়ারম্যান সমাজ সেবক এনামুল হক সিআইপি’র সার্বিক তত্ত্বাবধানে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।এতে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদার, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। এছাড়াও এসময় ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলরবৃন্দ ও মৃত্যুবরণকারী প্রবাসী মোহাম্মদ সৈয়দ ও জিয়াউল আবেদীন টিটুর পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আর্থিক সহায়তা পেয়ে রাউজান সমিতি কাতারের সকল সদস্যদের প্রতি দোয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন দুই পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!