
রাউজান প্রতিনিধি
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে রাউজান উপজেলার সরকারি/এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের মাদ্রাসার নবম-দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার স্বরুপ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত “জনশুমারি ও গৃহগণণা-2022”-এ ব্যবহৃত ট্যাবসমূহ বিতরণের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-৬রাউজান হতে নির্বাচিত সাংসদ ও বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ.কে.এম এহেছানুল হায়দর চৌধুরী, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার।