এম,দিদারুল আলমঃঃ রাউজান প্রতিনিধিঃ

আহলে বাইতে রাসুল (সাঃ) স্বরণে গত ৩১শে জুলাই রাউজান উপজেলা হলদিয়া ইউনিয়নস্থ উত্তর সর্তা সাহেব বাড়ী জামে মসজিদ ময়দানে শোহাদায়ে কারবালা মাহফিল বাস্থবায়ন কমিটি, প্রবাসী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে ৭ম আজিমুশশান শোহাদায়ে কারবালা মাহফিল পীরে তরিকত আল্লামা মছিহুদ্দৌলা (মাঃ) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মাওলানা নাছির উদ্দীন আলক্বাদেরী ও মাওলানা মহিউদ্দিন কাদেরীর যৌথ সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন সুন্নী নূরানী বোর্ডের চেয়ারম্যান আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জোবায়ের রেজভী, এতে প্রধান বক্তা ছিলেন হাফেজ কারী মুফতি মুহাম্মদ গোলাম কিবরিয়া, বিশেষ অতিথি ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির অধ্যাপক আল্লামা জালাল উদ্দীন আজহারী, মাহফিলে উদ্ভোধনী বক্তব্য রাখেন সাহেব বাড়ী জামে মসজিদের খতিব আল্লামা হাছান আলী, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – মাওলানা শামশুল আলম নঈমী,মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আলমগীর হোসেন, রাউজান প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এম দিদারুল আলম আলক্বাদেরী, এম, ফরিদুল আলম, মুহাম্মদ হোসেন, আলহাজ্ব রফিক উদ্দিন, রবিউল হোসেন চৌধুরী, আব্দন নবী,মাওলানা সরোয়ার, মাওলানা মোর্শেদ, নুর মোহাম্মদ রুবেল, আবুল হাসেম, মাওলানা রাশেদ, মাও জুনায়েদ কাদেরী,হাফেজ শাহাদাত হোসেন শাকিল,মহিন বিজয়,রিমন,রাফি ও সিকাম প্রমুখ। পরিশেষে মিলাদ কিয়াম শেষে এলাকার সার্বিক কল্যাণ কামনা ও প্রবাসীদের জন্য বিশেষ দোয়ার পর তারারুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!