এম,দিদারুল আলম রাউজান প্রতিনিধি

রাউজান সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর ৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাউজান পৌরসভার ব‍্যবস্থাপনায়
ইমাম-মুয়াজ্জিন, দৃষ্টি প্রতিবন্ধী ও এতিমদের মাঝে উপহারসামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল ৬ নভেম্বর রবিবার দুপুরে পৌরসভার হল রুমে অনুষ্ঠিত হয়।
রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব। সংগঠক আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি স্বপন দাশগুপ্ত, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন চৌধুরী, মহিলা কাউন্সিলর নাছিমা আকতার,জান্নাতুল ফেরদৌস ডলি, মুক্তিযোদ্ধা ইউছুফ খান, পৌর আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ, সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপু, ছাবের হোসেন, নাছির উদ্দিন,মিজান প্রমুখ। আলেমদের মধ‍্যে উপস্থিত ছিলেন মাওলানা শামসুল আলম হেলালী, সিরাজুল ইসলাম সিদ্দিকী, মাওলানা আব্দুল মন্নান, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা বোরহান উদ্দিন, মাওলানা মঈনুদ্দীন আল কাদেরী সহ পৌরসভার অন‍্যন‍্যা আলেম ওলামা ইমাম মোয়াজ্জিনবৃন্দ। সভাপতির সমাপনী বক্তব্যে পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন,  রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর জন‍্য আপনারা সকলে দোয়া করবেন যেন রাউজানের এই উন্নয়নের ধারা অব‍্যাহত রেখে দীর্ঘদিন রাউজান বাসীর সেবা করে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *