এম, দিদারুল আলম

চট্টগ্রাম রাউজান প্রতিনিধি 

চট্টগ্রাম রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া নতুন বাজার এলাকায় এঘটনা ঘঠে। যানা যায় ০২-০৬-২০২২ বৃহস্পতিবার বেলা ২-৪৫ ঘটিকার সময় হলদিয়া আয়েশা সিদ্দিকা নুরানি একাডেমীর তৃতীয় শ্রেণি র ছাত্র মোঃ সোলায়মান (১২) স্কুল ছুটির পর ঘরে এসে গোসল করতে যাওয়ার পথে পেছন থেকে দৌড়ে এসে তার পায়ের হাটুর নিচে কামড়াতে থাকে, এসময় সে চিৎকার শুনে মহিউদ্দীন, বাছা সওদাগর, নুরু,বদিউল, জসিম সহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যাবস্তা করে,পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আহত সোলায়মান হলদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোঃ ইয়াছিনের, আহত সোলায়মান হলদিয়া আয়েশা সিদ্দিকা নুরানি একাডেমীর তৃতীয় শ্রেণির ছাত্র। এলাকাবাসি যানান এলাকায় ব্যাপক হারে কুকুর প্রজনন বৃদ্ধি পাওয়ায় ইতি পূর্বে অনেক নারী-পুরুষকে কামড়িয়ে আহত করেছে, কুকুর কামড়ের চিকিৎসা ব্যয় বহুল হওয়ায় তাদের পক্ষে এর চিকিৎসা অসাধ্যকর।
স্কুল মাদরাসার শিক্ষার্থী শিশু সহ পথচারি মানুষ ও গরু ছাগল,হাস মুরগি পর্যন্ত কুকুর থেকে অনিরাপদ তাই কুকুর নিধনে উপজেলা প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেন এলাবাসি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!