রোমান মৃধা রুবেল বাংলাদেশ প্রতিনিধি প্রতিবেদক:- রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানালেন বিশ্বনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জি২০ সম্মেলনের দ্বিতীয় দিন রোববার সকালে ভারতের দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার পাশাপাশি গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে যান সম্মেলনে যোগ দিতে আসা বিশ্বের বিভিন্ন প্রান্তের নেতারা। রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে আসা জি২০ জোটভুক্ত দেশ এবং অন্যান্য দেশ ও সংস্থার নেতাদের স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি তাদের খাদি শাল পরিয়ে দেন। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকসহ অন্য নেতাদের সঙ্গে নিয়ে ফুলের তোড়া দিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান মোদি।