
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর পল্টন থানার কাকরাইল মোড়ে অবস্থিত এস এ পরিবহন অফিসে আগুন নিয়ন্ত্রেণে।
সোমবার (৯ অক্টোবর) বেলা এগারোটায় আগুন নিয়ন্ত্রেণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
বিষয়টি সময়ের আলোকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, আগুনের সংবাদ পেয়ে ১০টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায়। এর পর আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের ১০ ইউনিট সর্ব শেষ কাজ করেছে। প্রাথমিকভাবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের বিস্তারিত জানার চেষ্টা চলছে।
কাকরাইলের এসএ পরিবহনের অফিসে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস এর সহায়তায় যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল।