
রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ
রাজশাহীর চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, আসন্ন নির্বাচনে আমি আরেকটিবার মেয়র পদে সুযোগ পেলে রাজশাহীতে স্পেশালাইজড হাসপাতালসহ চিকিৎসাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করতে চাই। এছাড়াও রাজশাহী সিটির আয়তন বৃদ্ধি, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি করবো।
রোববার (১৪ মে) বেলা সাড়ে ১১টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সর্বক্ষেত্রে উন্নয়ন দৃশ্যমান হয়েছে। মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। আর এ দেশের উন্নয়নের ধারাবাহিকতায় রাজশাহীকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই।
শিল্পায়ন ও কর্মসংস্থান প্রসঙ্গে লিটন বলেন, কর্মসংস্থান সৃষ্টিতে প্রয়োজন শিল্পায়ন। শিল্পায়নের জন্য বিসিক শিল্পনগরী-২ নির্মাণ করা হয়েছে। সেখানে প্লট বরাদ্দ প্রদান করা হবে। সেখানে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকারাখানা গড়ে তোলা হবে। প্রায় ১৪ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের কার্যক্রম শুরু হয়েছে। এটিকে আমরা কাজে লাগাতে চাই। আমাদের নতুন প্রজন্মকে আইটি ক্ষেত্রে প্রশিক্ষিত করতে নগর ভবনে একটি ও শহরের বিভিন্ন স্থানে ১০টি কম্পিউটার ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে। সেখানে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে অনলাইনের মাধ্যমে ডলার আয় করতে পারবে। কোথায় কাজের অর্ডার পাওয়া যাবে, সেটিও আমরা দেখিয়ে দেব। এখাতেও অনেক কর্মসংস্থান হবে।
রাজশাহীতে নদীবন্দর স্থাপন করা হবে জানিয়ে মেয়র লিটন বলেন, পদ্মানদী অলস পড়ে আছে। চর পড়ে ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে নদীর নাব্যতা ফিরিয়ে আনা হবে। প্রথম পর্যায়ে ভারতের মুর্শিদাবাদের ধূলিয়ান থেকে গোদাগাড়ীর সুলতান পর্যন্ত নৌরুট চালু করা হবে। দ্বিতীয় পর্যায়ে সুলতানগঞ্জ থেকে রাজশাহী পর্যন্ত নৌরুট চালু হবে।
এটি চালু হলে ব্যবসা-বাণিজ্য বাড়বে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বিএমএ রাজশাহীর সভাপতি প্রফেসর ডা. এ বি সিদ্দিকীর সভাপতিত্বে ও বিএমএর সাধারণ সম্পাদক ও রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. নওশাদ আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, শিবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, বিএমএর সাবেক সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, স্বাচিপ রাজশাহী মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. খলিলুর রহমান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, স্বাচিপ জেলা শাখার সভাপতি প্রফেসর ডা. চিন্ময় কান্তি দাস, স্বাচিপ রাজশাহী মেডিকেল কলেজ শাখা সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মাহবুবর রহমান বাদশা, বাংলাদেশ মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আবদুল মান্নান, রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. মমিনুল ইসলাম, ক্লিনিক ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, কেমিস্ট এ- ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ফয়সল কবির চৌধুরী, মেডিকেল টেকনোলজিস্ট দেবব্রত লাহিরী, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শাখা ছাত্রলীগের সভাপতি মনন কান্তি দাস, সাধারণ সম্পাদক ডা. ইমরান হোসেন, বিএমএর আপ্যায়ণ সম্পাদক ডা. অঙ্কুশ স্যান্নাল প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য দেন বিএমএ রাজশাহীর যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন।
সভামঞ্চে অন্যান্যের মধ্যে বিএমএ ও স্বাচিপ-এর সাবেক সভাপতি প্রফেসর ডা. এসআর তরফদার, সিভিল সার্জন ডা. ফারুক, সাবেক মহানগর কমা-ার বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মান্নান, স্বাচিপ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. নাসিম আকতার এরিনা প্রমুখ উপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেছেন রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু।