received 283365694612456

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ

সারা দেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসের কর্মসূচি মোতাবেক সকাল ১০টায় একটি র‍্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে চারঘাট বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চারঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা জনসাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ছানোয়ারা বেগমের উপস্থাপনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, সহকারী কমিশনার (ভুমি) মানজুরা মুশাররফ, উপজেলা সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *