
জুয়েল আহমেদ ঃ
আজ আনুমানিক দুপুর একটাই পদ্মা নদীতে পড়ে গিয়ে তাসিন নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনা সূত্রে জানা যায় অনেক খোঁজাখুঁজি করে না পাওয়া গেলে মসজিদে মাইকিং করতে থাকে। এক পর্যায়ে পদ্মা নদী দিয়ে বালু বাহি নৌকা যাওয়ায় তার লা ভেসে ওঠে। তাসিনের পিতার নাম বাপ্পি পেশায় একজন অটো চালক। শেখেরচক মহালদার পাড়া নিবাসী মোঃ হিরা শেখের নাতি ও বিহারী বাগান নিবাসী আলমগীর হোসেনের নাতি। জানা যায় তাদের একটি মাত্রই সন্তান মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় ছায়া নেমে আসে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে শেখেরচক মালদার পাড়া পাচানি মাঠ বিহারি বাগান সহ অন্যান্য আশেপাশের এলাকাগুলোতে।তাহসিনের মা জানাই খেলার নাম করে বাইরে বের হয় আমার ছেলে আর ফিরে আসেনি। এরপর অনেক খোঁজাখুঁজি করার পরেও না পাওয়া গেলে হঠাৎ করে নদীতে তাহসিনের মৃতদেহ এলাকার বাচ্চারা দেখতে পায়
সাথে সাথে তার বাসায় খবর দিলে নদী থেকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।