
রুবেল মিয়া (কুড়িগ্রাম) রাজারহাট উপজেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ২০২১-২০২২ অর্থ বছরে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (২৯ জুন) সকাল ১১ টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক মাঝে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই বীজ বিতরণ অনুষ্ঠিত হয়। বীজ বিতরণ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পি চেয়ারম্যান রাজারহাট উপজেলা পরিষদ। আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার নূরে তাসমিন, উপজেলা কৃষি অফিসার শম্পা আক্তার, উপজেলা সমবায় অফিসার শাহ আলম ও বিভিন্ন ইউনিয়নের কৃষকগণ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।