কুড়িগ্রাম প্রতিনিধিঃ

সেবা ও উন্নতির দক্ষ রূপকার,উন্নয়নে-
উদ্ভাবনে স্থানীয় সরকার’এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। এবারই প্রথম সারাদেশের ন্যায় রাজারহাটেও দিবসটি পালন করা হচ্ছে। রবিবার দুপুর ১১ দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা চত্বরে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান
মোঃ আশিকুর ইসলাম মন্ডল সাবু প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই দিবসের শুভ উদ্বোধন করেন। দিবসটি ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত পালন করা হবে। উদ্বোধন শেষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন,কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী,মাধ্যমিক শিক্ষা অফিসার,আব্দুর রউফ,
পল্লী উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায়, চাকিরপশার ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সকল ইউপি সচিব, ইউনিয়ন তথ্যসেবার উদ্যোক্তাবৃন্দ। দিবসে ৭টি ইউনিয়নের ও প্রশাসনিক ভাবে স্টল দেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হয় এবং জনগণকে কাঙ্খিত সেবা প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করতে এ বিভাগ প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ সোহেল রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!