জুয়েল আহমেদ :
রাবিতে ছাত্র-শিক্ষক নির্যাতন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।বুধবার সকাল ১১ টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ছাত্র-শিক্ষক নির্যাতন দিবস পালন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আয়েন উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর সুলতান উল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর অবায়দুর রহমান প্রামানিক।এসময় নির্যাতিতরা সেদিন ষড়যন্ত্রের মাধ্যমে ছাত্র-শিক্ষকদের রাজপথে নামিয়ে নির্যতনের স্মৃতিচারণ করে বলেন, সে সময় ছাত্র-শিক্ষকদের নির্যাতনের পাশাপাশি আমাদের পরিবারের ওপর চালানো হয়েছিলো মানসিক নিপিড়ন।বক্তারা আরো বলেন, নির্যাতিত ছাত্র-শিক্ষকদের অবদান বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরে তাদের অনুপ্রেরণা যোগাতেই এ দিবস পালন করা হয়।এছাড়াও সভায় উপস্থিত নির্যাতিতদের সৌজন্য উপহার তুলে দেওয়া হয়।গত ফেব্রুয়ারি ২ তারিখে শহীদ হবিবুর রহমান হলের সামনে দুর্ঘটনায় মারা যাওয়া গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেলের পরিবারের জন্য ১ লক্ষ টাকা দেন রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *