
আহাদুর জামান , রামপাল ( বাগেরহাট) প্রতিনিধিঃ
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার রামপালে বিভিন্ন অনুদানের চেক ও পুরষ্কার বিতরণ করেছেন। মঙ্গলবার ( ১৪ই জুন) রামপাল উপজেলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ভাবে এসব বিতরণ করেন। এ উপলক্ষ্যে সরকারের স্থানীয় বিভিন্ন দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, এসিল্যান্ড শেখ সালাউদ্দিন দীপু, রামপাল থানার অফিসার্স ইনচার্জ মোঃ সামসুদ্দীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, নির্বাহী প্রকৌশলী গোলজার হোসেন, পিআইও মতিউর রহমান, সমাজ সেবা কর্মকর্তা শাহিনুর রহমান, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোল্লা আব্দুর রউফ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।