
আহাদুর জামান রামপাল প্রতিনিধি:
রামপালে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) গভর্নেন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় রামপাল উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপী এই প্রশিক্ষন কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে বাগেরহাট জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান উদ্ভোধন করেন ৷ এ সময় বাগেরহাট পুলিশ সুপার কে এম আরিফুল হক সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহন করেন ৷
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, এসিল্যান্ড শেখ সালাউদ্দিন দিপু, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, রামপাল থানার ওসি মোঃ সামসুদ্দিন, রামপাল প্রেসক্লাব সভাপতি হাওলাদার আঃ হাদী, সহ-সভাপতি খৈয়াম হোসেন, মোস্তফা কামাল পলাশ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন সরকারী দপ্তরের অফিসারবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানগণ, বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠী, শিক্ষার্থী, কৃষক, সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতিনিধি, এনজিও প্রতিনিধি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।