
বেল্লাল হোসেন বাবু, নাটোর:
পাবনা জেলার সদর থানার রাণী গ্রাম এলায় ০৩ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগ্নেয়াস্ত্র সন্ত্রাসী মোঃ মিরাজুল ইসলাম (২২) আঃ আউয়াল কে একটি ওয়ান শুটারগানসহ গ্রেফতার করেছে র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার এর নেতৃত্বে বিশেষ গোয়েন্দা তথ্যর ভিক্তিতে পাবনা জেলার সদর থানাধীন রাণী গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করেছে র্যাব।
আটককৃত আসামিরা হলেন,
১। মোঃমিরাজুল ইসলাম (২২) পিতা নজরুল ইসলাম,সাং মজিদপুর(হাট পাড়া)
২।আঃ আওয়াল (২০) পিতা মোঃ
মোজহার মোল্লা, সাং নারায়ণ পুর (দক্ষিণ পাড়া) উভয় থানা ও জেলা পাবনা।
উল্লেখ্য যে,গ্রেফতারকৃত আসামীদ্বয় পরস্পর যোগসাজশে উল্লেখিত জব্দকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র অবৈধ ভাবে সংগ্রহ করে অপরাধ সংগঠনের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে প্রাথমিক ভাবে জানা যায়।
র্যাব-৫-সিপিসি-২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।