
জিয়াউল ইসলাম জিয়া চট্টগ্রাম প্রতিনিধি
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন একটি ফ্ল্যাট বাসার ভিতরে মাদকদ্রব্য ফেন্সিডিল মজুদ রেখে ক্রয়-বিক্রয় করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ০৮ মে ২০২৩ ইং তারিখ রাত ০৪১০ ঘটিকায় বর্ণিত স্থানে উপস্থিত হওয়া মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে ০৩ জন ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা আসামী ১। মোঃ আব্দুল মান্নান শেখ @ কালু (৪৪), পিতা- আব্দুল লতিফ শেখ, সাং- হাড়িখালী পশ্চিমপাড়া, থানা- বাগেরহাট সদর, জেলা- বাগেরহাট, ২। মোঃ আব্দুল কাদের (২৮), পিতা- আব্দুল খালেক, সাং- চরজুবলী থানা- চর জব্বার, জেলা- নোয়াখালী, এবং ৩। মোঃ হেলাল উদ্দিন (২৯), পিতা- মৃত শাহ আলম পাটোয়ারী, সাং- চরজিয়া উদ্দিন, থানা- চর জব্বার, জেলা- নোয়াখালীদের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে বাসার ভিতরের খাটের নিচ হতে তাদের দেখানো ও সনাক্তমতে ০২ টি কালোর রং এর বড় ব্যাগ এবং ০১ টি সাদা প্লাষ্টিকের বস্তার ভিতর হতে মোট ৪১৬ টি বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।
আটককৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা সুকৌশলে দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে বাগেরহাট জেলার সীমান্ত এলাকা হতে ফেন্সিডিল সংগ্রহ করে ভাড়াকৃত বাসায় মজুত রেখে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারী মূল্যে মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৪ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।