
তারেক আজিজ চৌধুরী, স্টাফ রিপোর্টার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের সাথে লন্ডনে সাক্ষাৎ করতে আসা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা: জি কাদের,চট্টগ্রাম দক্ষিণ জেলা নব নির্বাচিত যুগ্ম আহবায়ক এনামুল হক এনামের সাথে ভিডিও কলে শুভেচ্ছা বিনিময় করেন মক্কা প্রাদেশিক বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নব নির্বাচিত যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম কে মক্কা প্রাদেশিক বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানান।
সংবাদমাধ্যম কে মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ জানান লন্ডনে অবস্থানরত কেন্দ্রীয় নেতাদের সাথে ভিডিও কলে রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়। কেন্দ্রীয় নেতারা মক্কা বিএনপি কে শক্তিশালী করতে আমাকে আহবান করেন।