মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টার।

লাকসামের কৃষিতে সংযোজন
অদ্য ০৬.০৭.২০২২ তারিখে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি-২) এর আওতায় এগ্রিকালচারাল ইনোভেশন ফান্ড-২(এআইএফ-২) ও এগ্রিকালচারাল ইনোভেশন ফান্ড-৩( এআইএফ-৩) উপপ্রকল্পের অনুকূলে বাজার সংযোগ সহজীকরণের লক্ষ্যে পাঁচটি সিআইজির মাঝে একযোগে পাঁচটি কৃষি পণ্যবাহী পিকআপ বিতরণ করা হলো।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট মোঃ ইউনুছ ভূঁইয়া, উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান মোঃ মহব্বত আলী,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ মোঃ শাহিনুর ইসলাম,ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্যবৃন্দ, অন্যান্য জনপ্রতিনিধি সহ, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আলী আহমদ
,সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী সিআইজির সভাপতি, সেক্রেটারি এবং ক্যাশিয়ার সহ আরো অনেকে। এ সময় উপজেলা চেয়ারম্যান মহোদয় গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন।
অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি প্রকল্প বাস্তবায়ন ইউনিট,
এনএটিপি, ডিএই অঙ্গকে বিশেষ করে প্রকল্প পরিচালক মহোদয়কে লাকসামের কৃষিতে বাজার সংযোগের লক্ষে নতুন মাত্রা সংযোজনের সুযোগ প্রদানের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *