
রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধিঃ
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের কুমিল্লা লাকসাম রেলস্টেশনে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে লাকসাম রেলস্টেশনের প্লাটফরমে এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টায় রিপোর্ট লিখা পর্যন্ত অজ্ঞাত লোকটির পরিচয় শনাক্ত করতে পারেনি রেলওয়ে পুলিশ।
রেলওয়ে পুলিশ জানায়, স্টেশনের মসজিদে নামাজ শেষে বেরিয়ে স্টেশনের প্লাটফরমে বসে পড়ে লোকটি। এক পর্যায়ে ‘বুকে ব্যথা লাগছে’ বলে শুয়ে পড়েন স্টেশনে। সঙ্গে সঙ্গে মারা যান। পরে তার লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
রেলওয়ে পুলিশের লাকসাম থানার ওসি জসিম উদ্দিন বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। তবে তার পরিবারের খোঁজ পাওয়া যায়নি। নিহতের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হবে।