লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে অবস্থিত গ্রীনভ্যালি পার্ক কর্তৃপক্ষের আমন্ত্রণে লালপুর উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের গ্রীন ভ্যালি পার্কে আনন্দ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ জুলাই ২০২২) সকালে গ্রীন ভ্যালি পার্ক কর্তৃপক্ষ লালপুর উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেন। এর পরে পার্কের পারিজাত স্পোট চত্বরে এ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চিরতরুণ সবুজের সমারহে সুসজ্জিত গ্রীনভ্যালি অর্থাৎ সবুজ উপত্যকা। ২০১৯ সালের ২৫ জানুয়ারি লালপুর বাসির স্বপ্নের পার্ক উদ্বোধন করেন প্রয়াত মুক্তিযোদ্ধা আদম আলীর সহধর্মিনী আজমিরা খাতুন। দেশের উষ্ণতম ও সর্বনিন্ম বৃষ্টিপাত এলাকা হিসেবে দেশবাসীর নিকট পরিচিত লালপুর। এবার নতুন করে পর্যটনের জগতে লালপুরকে চিনবে দেশ-বিদেশ। রয়েছে সড়ক, রেল ও নদী পথে যোগাযোগ ব্যবস্থা। দেড় শতাধিক যুবকের কর্মসংস্থানসহ বিভিন্ন সামগ্রী ও বাহারি দোকান গড়ে উঠছে।

পার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরীয়া পারভীন বলেন, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পর্যটনের জগতে লালপুরকে পরিচিত করেছে গ্রীনভ্যালি পার্ক লিমিটেড। দেশের ৩৭ জন পরিচালকের সহযোগিতায় প্রায় ৩০ একর জমির ওপর পার্কটি প্রতিষ্ঠিত। মানব সেবার র্বত নিয়ে প্রতিষ্ঠিত পার্কের লভ্যাংশের সিংহভাগ ব্যয় হচ্ছে সমাজকল্যাণ মূলক কর্মকান্ডে। ইতোমধ্যে বৃদ্ধাশ্রম নির্মাণের কাজ শুরু হয়েছে। আন্তর্জাতিক মানের বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, শিশু পরিবার ও হাসপাতাল প্রভৃতি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে ।

পার্কটিতে পিকনিক স্পট, শ্যুটিং স্পট, এ্যাডভেঞ্চার রাইডস, কনসার্ট এন্ড প্রেগ্রাউন্ড, নিজস্ব বিদ্যুৎ সুবিধা, নামাজের সু-ব্যবস্থা, সিকিউরিটি সার্ভিসের ব্যবস্থা, ডেকোরেটর সুবিধা, গাড়ি পার্কিং ব্যবস্থা, ক্যাফেটেরিয়া, শপ কর্ণার, সভা-সেমিনার এর জায়গা, আবাসিক ব্যবস্থা, পার্কিং সুবিধা রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, গ্রীন ভ্যালি পার্কের চেয়ারম্যান আরজুমান্দ বানু পুষ্প, শামসুজ্জোহা, সুলতানুজ্জামান টিপু, লালপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল করিম, সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের লালপুর প্রতিনিধি প্রভাষক মোজাম্মেল হক,লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল মোত্তালেব রায়হান, সাধারণ সম্পাদক সাংবাদিক মোয়াজ্জেম হোসেন , সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহীন ইসলাম, সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুর রশিদ মাষ্টার, থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ইমাম হাসান মুক্তি, মুক্তার হোসেন,এ কে আজাদ সেন্টু সহ লালপুর উপজেলায় কর্মরত সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *