
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
উদ্বোধন হলো ঐতিহ্যবাহী সোনামুখী উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ এম মনসুর আলী নক আউট ফুটবল টুর্নামেন্ট -২০২৩ইং।
আজ ২৩ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ৪ ঘটিকায় সোনামুখী দ্বীমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত ফুটবল টুর্নামেন্ট উদ্ভোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য, জননেতা প্রকৌশলী তানভীর শাকিল জয় এম পি। উদ্ভোধন শেষে উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং খেলা উপভোগ করেন তানভীর শাকিল জয় এমপি।
প্রথম ম্যাচে কাজিপুর নাটুয়ারপাড়া ফুটবল একাদশ বনাম ফুলকোট শাহজাহানপুর ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়ে ১-০ গোলে ফুলকোট শাহজাহানপুর ফুটবল একাদশ বিজয়ী হয়।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ও কাজিপুর উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাবৃন্দ।