
নাজিরুল ইসলাম, বগুড়া প্রতিনিধিঃ
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে বগুড়ার শাহজাহানপুরে আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে আড়িয়া রহিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে শাজাহানপুর-গাবতলি-৭ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ভিপি সাজেদুর রহমান সাহীন।
এসময় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত। সম্মেলনের উদ্বোধন করেন শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি একেএম জিয়াউল হক জুয়েল।
স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল বাছেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন আড়িয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মন্টু। বিশেষ বক্তা ছিলেন শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান। এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ইনছান আলী, রবিউল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ওহাবুজ্জামান নাইম, আব্দুল্লাহ্ আল কুদ্দুস, ইজহারুল হক জিহাদ, জহুরুল ইসলাম রিপন, আমিনুল ইসলাম সোহাগ সম্মেলনে অতিথি হিসেবে অংশ নেন।
অন্যান্যের মধ্যে আরও অংশ নেন স্বেচ্ছাসেবকলীগ নেতা রায়হান, মোকছেদুল মোমিন, মোহন, মামুন, আতিকুল ইসলাম আকাশ, জাকিরুল ইসলাম নাহিদ, মোহাম্মদ রাসেল মিয়া, মোকছেদ মন্ডল, জীবন প্রমখ।
ত্রি-বার্ষিক সম্মেলনে আব্দুল বাছেদ কে সভাপতি ও মিঠুনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন করা হয়।