
আজ ১৩ সেপ্টেম্বর (বুধবার) শাহজাদপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্পোর্টস এসোসিয়েশন ও শাহজাদপুর ক্রিকেট একাডেমির মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
উক্ত ম্যাচে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্রিকেট এসোসিয়েশন ১১ ওভার হাতে রেখে ৫ উইকেটে জয়লাভ করে।
টসে জিতে শাহজাদপুর ক্রিকেট একাডেমী ব্যাটিং এর সিন্ধান্ত নেয়।ব্যাটিং এ ১৬৪ রান করে ৩০ অভারে। অপরদিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্পোর্টস এসোসিয়েশন নির্ধারিত ১১ অভার বাকি রেখে ৫ উইকেট হাতে রেখে ১৬৫ রান করে জয়লাভ করে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুভ করে ১২ রান, কাশেম ১১ রান করে, জাহিদ ও রিয়ন বোলিং এ ২ টি করে উইকেট শিকার করেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দলীয় ক্যাপ্টেন মো: মেহেদী হাসান ব্যাটিং এ ৯৭* রান ৪৪ বল খেলে এবং ১ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে।