মশি উদ দৌলা রুবেল:

শিশুদের মুখে হাসি ফোটাতে কাজ করছে লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুন্ড বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও শারীরিক প্রতিবন্ধী শিশুসহ বিকলাঙ্গ শিশুদের চিকিৎসা সেবা প্রদানকারী সংগঠন জাতীয় সেবা সংস্থা শিশুর হাসি সামাজিক সংস্থা কর্তৃক আয়োজিত ঠোঁটকাটা তালুকাটা রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে সার্জারী ঔষধ প্রদান এবং পুষ্টিকর খাদ্য উপহার কর্মসূচিতে এগিয়ে এসেছে “লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুন্ড”সম্প্রতি নগরীর আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালে আন্তর্জাতিক সেবা প্রতিষ্ঠান স্মাইল ট্রেইন এর স্বাস্থ্য সেবা প্রকল্পের আওতায় শিশুর হাসি সংস্থার আয়োজনে ঠোঁটকাটা তালুকাটা রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে কর্মসূচি সম্পন্ন হয়।শিশুর হাসি সামাজিক সংস্থার মাসব্যাপী বিভিন্ন পর্বে অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুন্ডের ক্লাব সেক্রেটারি লায়ন মফিজুর রহমান সাজ্জাদ লিও ক্লাব চিটাগং সীতাকুণ্ডের পরিচালক লিও আরফাত এলাহী,লিও ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল জুবলীর লিও মোহাম্মদ ফুয়াদ,আইআইইউসি রিপোটার্স ক্লাবের হাসান কবিরাজ,দিশারী যুব ফাউন্ডেশনের চট্টগ্রামের সংগঠক মো.আকরাম খান চাইল্ড ড্রিম বিডির ইয়ামীন খায়ের,ওয়াইএসবির সাংবাদিক জিসান মাহফুজ, সাংবাদিক মোবারক ভূঁইয়া,লিও ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের প্রেসিডেন্ট লিও জামিল আল ফয়সাল, ক্লাব সেক্রেটারি লিও ইকবাল হোসেন ইমনসহ সংগঠনের প্রতিনিধিবৃন্দ।অনুষ্ঠানে ঠোঁটকাটা তালুকাটা রোগীদের বিনামূল্যে সেবা দেয়াই লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের পক্ষ হতে শিশুর হাসি কর্মকর্তাদের ধন্যবাদ ও আগামীতে সকল সেবা কাজে লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুন্ড সহযোগিতা করবে বলে ঘোষণা দেয়া হয়।স্মাইল ট্রেনের ব্যবস্থাপক মো.সাফাত খানের সভাপতিত্বে ও শিশুর হাসি প্রতিনিধি এম এ এলাহী আরাফাত এর ধন্যবাদ জ্ঞাপন এবং সেবা গ্রহনকারীদের উপহার প্রদানের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।সাজ্জাদ রহমান, সাহাব উদ্দিন ভুট্টু,লায়ন ইউছুপ শাহ,লায়ন মোঃ ইলিয়াস শাহরাজ,লায়ন মোঃ শাহজাহান,ইন্জিনিয়ার কামরুদোজা,লায়ন মিয়া মান্নান,লায়ন মোঃ বেলাল হোসেন,কামাল উদ্দিন,মোঃকামাল উদ্দিন ভুঞা,হাবিব আদনান,মোঃ আল হাসনাত মিনহাজ,আবুল হাসনাত, আবুল হোসেন,আবু বক্কর মোঃ মাহিন,মোঃকরিম,খায়রুল ইসলাম,এস এম জাহেদুল হক,মোবারক হোসেন,মাহিন হাসান তম্ময়,কামরুল হাসান চৌধুরী, হাসানুল বান্না,ফারহান সিদ্দিকী নাহিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *