বিশেষ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক চাষিদের শীতের আগাম সবজি চাষের জন্য বীজতলায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। বৃষ্টি কম হওয়ায় আগাম সবজি চাষ শুরু করতে পারছেন। সবজির কোনো রোগ বালাই ও আবহাওয়া অনুকূলে থাকলে এবছর বাম্পার ফলনের আশা করছেন চাষিরা।

তাড়াশ উপজেলার খুটিগাছা, শোলাপাড়া, বিদুমাগুড়া, শাস্তান,মথুরাপুর,বোয়ালিয়া সহ বিভিন্ন গ্রামের চাষি আতাউর রহমান,আনিসুর রহমান, রফিকুল ইসলাম, খয়বর, কালাম সহ অনেকে জানান, বৃষ্টি কম হওয়ায় এবছর সময় মতো শীতকালীন আগাম সবজির চাষ শুরু করতে পেরেছি। এখন সকাল বিকাল আমরা গাছের পরিচর্যায় ব্যস্ত আছি। এবছর লাউ, কপি,চাল কুমড়া ও শিম চাষ করছি। তালম ইউনিয়নের জন্তিপুর এলাকার চাষি মিজানুর রহমান, আমিনুল ইসলাম, নুরু ইসলাম, হবিবর রহমানসহ অনেকে বলেন, আমরা শীত পড়ার আগেই চাল কুমরা ও করলা লাগিয়েছি। এখন পরিচর্যা করতে ব্যস্ত সময় পার করছি তারা আরও বলেন আশা করছি আর ২০-৩০ দিনের মধ্যে বাজারে বিক্রি করতে পারবো। তারা আশা করেন এবছর বাজারে সবজির দামও ভালো পাবেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানায়, এ জেলার প্রান্তিক কৃষকরা এবছর ব্যাপক পরিমানে লাউ, জালী কুমরা, মূলা, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লালশাক, বেগুন, করলা, শিমসহ নানা শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন। খুচরা ও পাইকারি বাজারে সবজির দামও বেশ ভালো পাওয়ার সম্ভাবনা রয়েছে । তাই শীতকালীন এসব সবজি চাষ করে কৃষকরা লাভবান হবে।

তাড়াশ উপজেলা কৃষি অফিসার বলেন,এ বছর লাউ , চাল কুমড়া এবং করলা আগাম সবজি চাষ করা হয়েছে যা গত বছরের চেয়ে বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন এখানকার কৃষকরা শীতের আগাম সবজি শিম, লাউ, পুঁইশাক, বেগুন, চাল কুমড়া, করলা চাষ করে লাভবান হচ্ছেন। শীতকালীন আগাম জাতের এসব সবজি চাষ করতে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা কৃষকদের সার্বিক সহযোগিতা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!