সোহেল রানা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলমগীর হোসেন। গুরুদাসপুরে যোগদানের পর থেকেই অবকাঠামোগত উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা, সেবা কার্যক্রম বাড়ানোসহ বিভিন্ন কার্যক্রমের জন্য তিনি শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনিত হন।

রবিবার (১৮ সেপ্টেম্বর) রাজশাহী বিভাগীয় কমিশনার অডিটরিয়ামে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সচীব ড.নাহিদ রশীদ।

এ সময় প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মো.এমদাদুল হক তালুকদার,রাজশাহী বিভাগীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক ড. নজরুল ইসলাম, নাটোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

গুরুদাসপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলমগীর হোসেন জানান, তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালকে একটি মডেল হিসেবে গড়ে তোলার স্পৃহা নিয়ে কাজ করছেন। এ প্রাপ্তি ভবিষ্যতে তার কাজের প্রতি আরও বেশি দায়বদ্ধ এবং দায়িত্বশীল করে তুলবে। সামনের দিনগুলোতে নিজের সর্বোচ্চ মেধা, শ্রম ও যোগ্যতা দিয়ে দেশ এবং মানুষের সেবা করতে নিজেকে আরও বেশি উৎসর্গ করতে চান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!