
এম,শাহজাহান শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের নকলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শেরপুর জেলার নকলা উপজেলায় (এজেন্ট ব্যাংকিং) আউটলেটের উদ্যোগে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৮সেপ্টেম্বর সোমবার নকলা পৌরশহরের কাচারি মোড়ের ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেটের মিলনায়তনে এজেন্টের স্বত্বাধিকারী মো. গোলাম সারোয়ার-এর সভাপতিত্বে এবং এজেন্টের আরেক স্বত্বাধিকারী মো. মাহফুজুর রহমানের সঞ্চালনায় গ্রাহক ও সুধী সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শেরপুর জেলা শাখার ব্যবস্থাপক মো. মোসলেহ উদ্দিন।
এছাড়া আরো বক্তব্য রাখেন- ইসলামি ব্যাংক শেরপুর জেলা শাখার কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, এজেন্ট শাখা স্বত্বাধিকারী মো. গোলাম সারোয়ার ও সাইফুল ইসলাম, এজেন্ট শাখা ইনচার্জ আরিফুল রহমান প্রমুখ। বক্তারা ইসলামি শরিয়াহ মোতাবেক ব্যাংকিং ব্যবস্থাপনার উপর বিস্তারিত আলোচনা করেন। তাছাড়া এই ব্যাংকের মাধ্যমে লেনদেন করার সুবিধা সমূহ তুলে ধরেন তারা। এসময় নকলা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, সদস্য রাইসুল ইসলাম রিফাত ও রেজাউল হাসান সাফিসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং পৌরশহরসহ উপজেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ীগণ, আউটলেটের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, গ্রাহক, ডিপোজিটর, এ্যাকাউন্ট হোল্ডারসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।