
এম শাহজাহান মিয়া শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরে আমবাহী পিকআপের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাসুদুর রহমান মাসুদ (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার ৪ জুন সকালে শেরপুর সদর উপজেলার মির্জাপুর নামকস্থানে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ গাজীরখামার ইউনিয়নের তেঘুরিয়া গ্রামের মো. মতিউর রহমান ওরফে মতি দোকানদারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মাসুদ প্রতিদিনের ন্যায় তাতালপুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে
বাড়ি থেকে বের হন। এসময় মির্জাপুর নামকস্থান এলাকায় আসলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি আমবাহী পিক-আপ এর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মাসুদের। পরে ফায়ার সার্ভিসের একটি টিম এসে পিকআপের নিচ থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন। কিন্তু ঘাতক পিক-আপ এর চালক ও হেলপার কৌশলে পালিয়ে যায়। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।