এম শাহজাহান মিয়া শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুর জেলা পরিষদের পক্ষ থেকে ১৯৬ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। ১লা জুন দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ জেড মোর্শেদ আলীর সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে এসকল শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক মোঃ হুমায়ুন কবির রুমান। ২০২১-২০২২ অর্থ বছরের জেলা পরিষদের বৃত্তির আওতায় আবেদনকৃত এস‌এসসি পাশ এসকল মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এই বৃত্তি প্রদান করা হয়। এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহসভাপতি মো: আখতারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আব্দুল খালেক, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ছানোয়ার হোসেন ছানু ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শামছুন্নাহার কামাল। বিশেষ অতিথি হিসেবে জেলা যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. হাবিবুর রহমান হাবিব, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক ভিপি মো. বায়েজীদ হাসান, জেলা পরিষদের সাবেক সদস্য মো. ছানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. আব্দুল মান্নান, প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুজ্জামান রেডক্রিসেন্ট এর যুব প্রধান মো. ইউসুফ আলী রবিন সহ জেলা পরিষদের সকল কর্মচারী, ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *