
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে প্রেমের টানে ঘরে স্বামী রেখে স্কুল ছাত্রের হাত ধরে অজানার উদ্দেশ্য পাড়ি দিয়েছে এক গৃহবধু। রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) হাতিশাইল গ্রামে এই ঘটনা ঘটেছে। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।
জানা গেছে, তানোরের হাতিশাইল গ্রামের জাহাঙ্গীরের পুত্র ও হাতিশাইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মারুফ আলীর সঙ্গে দশম শ্রেণীর ছাত্রী ওই গৃহবধুর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। হাতিশাইল গ্রামে ফুফুর বাড়ি থেকে লেখাপড়া করেন ওই ছাত্রী। স্থানীয়রা জানান, কাজির মদদে নাবালিকা ওই ছাত্রীকে সাবালিকা দেখিয়ে প্রায় দেড় বছর পুর্বে ওই ছাত্রীর ইচ্ছের বিরুদ্ধে ফুফাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দেয়া হয়। কিন্ত্ত গত সপ্তাহে ওই ছাত্রী ঘরে স্বামী রেখে প্রেমিক মারুফ আলীর হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি দেয়। তাদের কোন খোজ খবর মিলেনি। এদিকে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে হাতিশাইল গ্রামে নারী ঘটিত একাধিক ঘটনা ঘটায় অভিভাবকদের মাঝে এক ধরণের আতঙ্কের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে গ্রামের বয়োজ্যেষ্ঠ অভিভাবক জানান, মারুফের সঙ্গে ওই ছাত্রীর অনেক দিনের প্রেম। তিনি বলেন, কাজির মদদে তার ইচ্ছের বিরুদ্ধে মারুফ আলীর সঙ্গে বিয়ে দেয়া হয়। তায় এই ঘটনার দায় কাজি(নিকাহ্ রেজিস্ট্রা)এড়াতে পারে না। এবিষয়ে কামারগাঁ ইউপি চেয়ারম্যান ও হাতিশাইল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফজলে রাব্বি ফরহাদ বলেন, এখানো ছেলে-মেয়েকে খুঁজে পায়নি। তিনি বলেন, থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।