শেখ মোঃ হুমায়ুন কবির, স্টাফ রিপোর্টার।

গাজীপুরের শ্রীপুরের মাওনা পিয়ার আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক তাজুল ইসলাম বিপ্লবের স্মরণ সভা করলো ফ্রেন্ডশিপ ৯১ ব্যাচের বন্ধুরা। প্রয়াত তাজুল ইসলাম বিপ্লব পিয়ার আলী কলেজের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। তিনি গত ২৭’শে আগস্ট ২০২৩ মৃত্যু বরণ করেন।

(৯’ই সেপ্টেম্বর ২০২৩) শনিবার দুপুরে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় এসো মিলি প্রাণের টানে বন্ধুত্বের বন্ধনে ফ্রেন্ডশিপ ৯১ এর আয়োজনে ফ্রেন্ডশিপ ৯১ ব্যাচের আহবায়ক পিয়ার আলী কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে ও ফ্রেন্ডশিপ ৯১ এর সদস্য সচিব যুগান্তর শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেকের সঞ্চালনায় স্মরণ সভায় উপস্থিতি ছিলেন, ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম, খন্দকার জালাল উদ্দিন, আব্দুল বাতেন বিএসসি, মোঃ রফিকুল ইসলাম আকন্দ, মোঃ হাবিবুল্লাহ, আহসানুল কবির রিপনসহ ফ্রেন্ডশীপ ৯১ ব্যাচের সকল সহকর্মীরা। আলোচনা সভা দোয়া মিলাদ মাহফিল শেষে মরহুম তাজুল ইসলাম রুহের আত্মার মাগফিরাত কামনা দোয়া করা হয়, পরিশেষে প্রয়াত অধ্যাপক তাজুল ইসলাম বিপ্লবের স্মরণে ফ্রেন্ডশিপ ৯১ এর পক্ষ থেকে তিনটি গাছ রোপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!