
এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
শ্রীবরদীতে মজিব বর্ষ উপলক্ষে ২২ শে মার্চ ২০২৩ তারিখে
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩ য় ও ৪ থ পর্যায়ের জমি ও গৃহ প্রধান কার্যক্রম উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে শ্রীবরদী উপজেলা হল রুমে।
২০ মার্চ সোমবার দুপুরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ইউএনও ইফতেখার ইউনুসের সভাপতিত্বে এতে
উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিডিয়া বান্ধব নেতা সালাহ উদ্দিন সালেম, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদের,উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় তথ্য অনুসারে জানা যায়, ২২ শে মার্চ উপজেলায় ৩ য় পর্যায়ে ৯ টি ঘর, চতুর্থ পর্যায়ে ৩৩ টি সহ মোট ৪৪ টি গৃহ হস্তান্তর করা হবে ।