এম শাহজাহান মিয়া শেরপুর প্রতিনিধিঃ
ওসি বিপ্লব কুমার বিশ্বাসের অক্লান্ত চেষ্টায় নিখোঁজের ৮ মাস পর শিল্পী আক্তার ফিরে পেল স্বামী আলমগীর হোসেনকে। শেরপুর জেলার শ্রীবরদী থানার পুলিশ অভিযান চালিয়ে গাজীপুরের জয়দেবপুর থানার ভবানীপুর এলাকা থেকে তাকে উদ্ধার করে। ২৪ আগস্ট বুধবার উদ্ধার হওয়া আলমগীর হোসেনকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পরিবার সূত্রে জানা গেছে, ২০২১ সালের নভেম্বর মাসের ২১ তারিখে বাজারে যাওয়ার কথা বলে নিখোঁজ হন আলমগীর। এরপর অনেক খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। তবে কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। গত ১৯ জুলাই শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরী করে তার পরিবার। ২৪ আগস্ট বুধবার গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে আলমগীরকে গাজীপুরের জয়দেবপুরের ভবানীপুর এলাকা থেকে উদ্ধার করে। আলমগীরের স্ত্রী শিল্পী আক্তার বলেন, ‘আমার স্বামী নিখোঁজ হওয়ার পর বাপের বাড়ি চলে যাই। এক সন্তান নিয়ে অনেক কষ্টে দিন কাটাতে হয়েছে। এখন স্বামীকে ফিরে পেয়ে আমরা অনেক খুশি।’ আলমগীর হোসেন বলেন, ‘পরিবারের ভরণপোষণ দিতে অপারগ ছিলাম। পরে বাজার করার কথা বলে অভিমান করে বাড়ি থেকে চলে যাই।’ শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ‘থানায় সাধারণ ডায়েরী করার পর থেকেই তাকে সন্ধান করা হচ্ছিল। অবশেষে আমরা তাকে উদ্ধার করতে সক্ষম হই। আলমগীরকে তার পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে।’ আলমগীরের স্ত্রীসহ এলাকাবাসী ওসি বিপ্লব কুমার বিশ্বাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *